মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৪ ০৩ : ০৬
উইকিপিডিয়া ঘাঁটলে ছবির তালিকায় হিন্দি ছবির সংখ্যা বেশি। বাংলা ছবির সংখ্যা যেন তুলনায় কম। সেই সুব্রত দত্ত অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’ ছবিতে জমিদারের ভূমিকায়। দুটো বয়সে দেখা যাবে তাঁকে। খবর জানার পরেই একরাশ কৌতূহল, কেন নতুন পরিচালকের ছবিতে এই ধরনের চরিত্রে অভিনয়ে রাজি হলেন তিনি? সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সুব্রতর সপাট জবাব, ‘‘মেয়েদের জীবন উন্নত না হলে সমাজের উন্নতি অসম্ভব। এখনও নারীকে তার শারীরিক এবং মানসিক আব্রুর জন্য লড়তে হয়। সেকথাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘অভাগীর স্বর্গ’ উপন্যাসে বলে গিয়েছেন। সে কথা আরও একবার বলবে অনির্বাণের ‘ও অভাগী’। এমন একটা ছবির সঙ্গে যুক্ত থাকাটাও বড় ব্যাপার। আমি তাই রাজি।’’
রাজি আরও নানা কারণে। সুব্রতর শেষ দুটো কাজের অন্যতম ‘গুটলি লাডো’। সেখানে তিনি মেথরের ভূমিকায়! সু্ব্রতর তখনই মনে হয়েছিল, এরপর সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করতে হবে। সেই ছবির কাজ শেষ হতেই অনির্বাণ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু যাঁদের ভাল চরিত্রে অভিনয়ের মারাত্মক খিদে তাঁরা তো ভাল পরিচালকের থেকে ডাক পাওয়ার অপেক্ষায় থাকেন! হাসতে হাসতে ফাঁস করেছেন সুব্রত, ‘‘অভিনয় করে পেট চালাই। ভাল চরিত্রের অপেক্ষায় মাসের পর মাস বসে থাকলে চলবে! ফলে, না বলার প্রশ্নই আসে না।’’ উদাহরণ দিয়ে জানিয়েছেন, দক্ষিণে পরিচালকেরা নায়ক-নায়িকাদের তাঁদের চরিত্র সম্বন্ধেই কিছু জানান না! অ্যাটলির ছবিতে শাহরুখ খান অভিনয় করুন কিংবা প্রভাস। বাংলাতেও তাঁর প্রায় সমান অভিজ্ঞতা। সুব্রতর কথায়, ‘‘তখন অভিনয় জীবনের প্রথম দিক। এক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ পরিচালকের কাছে গল্প শুনতে চেয়েছিলাম। তিনি আমায় আর ডাকলেনই না!’’ এও দাবি, আগামীতে অনির্বাণ প্রথম সারির পরিচালক হবেন না, কে বলতে পারে!
দুটো বয়সের জার্নি থাকলেও ছবিতে খুব বড় চরিত্র তাঁর নয়। তার উপরে লম্পট জমিদার। সুব্রত অভিনয় করে তৃপ্ত?
এবার অভিনেতার যুক্তি, ‘‘তৃপ্ত হলে আর অভিনয় করতে পারব না। আমি ফুরিয়ে যাব। তাই যে চরিত্রই পাই না কেন, তাকে ১০০ শতাংশ নিখুঁত করার চেষ্টা করি। আর কখনও তৃপ্ত হই না।’’ নিজের চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন, ‘‘পুরুষেরা বরাবর নারীর উপরে জোর ফলানোর, অধিকার ফলানোর, তৃপ্ত করার চেষ্টা চালিয়েছে। আর ব্যর্থ হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলেও, এখনও। কোনও দিন পুরুষ নারীকে তৃপ্ত করতে পারে না। কারণ, নারী জন্মভূমি। নারী মা। তাকে এত সহজে তৃপ্তি দেওয়া যায় না।’’ তাঁর মতে, এখনও নারী নিজের আব্রু রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। এখনও বড় বড় শহরে রাস্তায়, স্কুলে, অফিসে মেয়েদের জন্য সঠিক টয়লেটের ব্যবস্থা নেই। অথচ সারাক্ষণ পুরুষতন্ত্রের চোখরাঙানি। ছবিতে যেমন ‘অভাগী’র সঙ্গে হয়েছে। স্বামী পরিত্যক্তার উপরে স্থানীয় জমিদারের লোভী দৃষ্টি। এভাবে নারীর উন্নতি হবে? সেটা না হলে সমাজও এগোবে না। সারা দেশ ‘সন্দেশখালি’ হয়ে উঠবে। সারা দেশে এখনও "অভাগী"রা ছড়িয়ে।
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?
সুব্রত জানিয়েছেন, খুব কম দৃশ্য ছিল তাঁদের। কিন্তু তাতেই বুঝেছেন, মিথিলা খুব ভাল অভিনেতা। ভীষণ সহযোগিতা করেন। সবার সঙ্গে মানিয়ে কাজ করতে পারেন। এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের বিতর্ক ছড়িয়ে দিয়েছেন, ‘‘বিশ্বায়নে পৃথিবী এক ছাদের নীচে। বিনোদন দুনিয়াও একাকার। দক্ষিণী ছবির বাজার জোরদার। তাই শাহরুখের মতো অভিনেতা অনায়াসে একটা হিটের জন্য অ্যাটলির হাতে নিজেকে সঁপে দেন। এই ঘটনা এটাই প্রমাণ করে, এখন সবাই সব ভাষায়, সব মাধ্যমে, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন।’’ একটু থেমে সংযোজন, ‘‘দুই বাংলা এক হয়ে কাজ করলে আখেরে বাংলা বিনোদন দুনিয়ার লাভ। অনুরাগ কাশ্যপ যতই ‘ঘটিয়া’ বলুন, এতে টলিউড আরও শক্ত ভিতের উপরে দাঁড়াবে।’’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পর্নোগ্রাফিকাণ্ডের পর এবার পাঞ্জাবি ছবিতে রাজ কুন্দ্রা! এবার কোন ধরনের সিনেমা? শুনে চমকে উঠবেন!...
ভয়াবহ অগ্নিকাণ্ড উদিত নারায়ণের আবাসনে! এইমুহূর্তে কী অবস্থা জনপ্রিয় গায়কের?...
জন্মদিনে একরত্তি মেয়ে দেবীর থেকে সেরা উপহার পেলেন বিপাশা! দেড় বছরের মেয়ের কাণ্ড দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী ...
‘বেবি জন’-এর ব্যর্থতায় তীব্র অবসাদে ভুগছেন বরুণ? সরাসরি হদিস রাজপাল যাদবের ...
‘বেবি জন’-এর ব্যর্থতায় তীব্র অবসাদে ভুগছেন বরুণ? সরাসরি হদিস রাজপাল যাদবের ...
সলমন, অক্ষয়, আলিয়া-রা কি আদৌ পেশাদার? গোপন খোঁজ দিলেন রাম কাপুর...
অনাবৃত ঊর্ধাঙ্গে দু’হাত তুলে এ কি করছেন অক্ষয়! ‘ভূত বাংলো’ ছবির সেট থেকে পোস্ট পরেশ রাওয়ালের...
গোবিন্দার জন্যই বলিউডে কাজ পাচ্ছে না তাঁর মেয়ে টিনা! বিস্ফোরক অভিনেতার পত্নী...
কোনও নায়িকা নয়, প্রসেনজিৎ-এর নতুন 'অমর সঙ্গী' এবার অন্য কেউ! কার সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন 'ইন্ডাস্ট্রি...
‘ঢপ দাও কিন্তু এতটাও না!’ শ্রীদেবী-কন্যাকে নিয়ে আমিরের কোন কথায় হাসাহসি শুরু নেটপাড়ায়? ...
Exclusive: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস থেকে কেন সরলেন নন্দিতা-শিবপ্রসাদ? মুখ খুললেন খোদ ...
আরও কড়া হল সলমনের নিরাপত্তা, বদলালো জানলার কাচ! নতুন বছর পড়তেই ফের কী প্রাণনাশের হুমকি পেলেন 'ভাইজান'? ...
আইনি বিচ্ছেদের পথে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহল? স্ত্রী ধনশ্রীর ছবি নিয়ে কী কাণ্ড করলেন তিনি? ...
প্রথম ছবিতেই ‘প্রাক্তন’ যখন স্ত্রী! ‘স্কাই ফোর্স’-এ সারার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন বীর পাহাড়িয়ার? ...
বাবা-মায়ের বিচ্ছেদ মন থেকে মেনে নিতে পারেননি অর্জুন কাপুর, সৎ মা শ্রীদেবীকে তাই কী বলে ডাকতেন অভিনেতা?...